যুদ্ধের বর্ষপূর্তিতে ১২ দফার শান্তি পরিকল্পনা দিয়ে ইউক্রেন ও রাশিয়াকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। আজ (শুক্রবার) বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় ১২-দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করে।
পরিকল্পনায় শান্তি আলোচনা শুরুর আহ্বান জানানো হয়েছে এবং রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছে। এতে পারমাণবিক স্থাপনার নিরাপত্তা, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর স্থাপন এবং বৈশ্বিক খাদ্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে শস্য রপ্তানি নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
চীন বলছে, তারা এখনই ইউক্রেনের সংকটকে নিয়ন্ত্রণের বাইরে যাওয়া ঠেকাতে চায়। এজন্য দু’পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে দেশটি।
শান্তি প্রস্তাবে প্রধানত সব দেশের ‘সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা কার্যকরভাবে নিশ্চিত করার” প্রয়োজনীয়তার উল্লেখসহ দীর্ঘকাল ধরে থাকা চীনা অবস্থানের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে।
তবে এ বিষয়ে কিয়েভ কিংবা মস্কোর বক্তব্য এখনো পাওয়া যায়নি। চীন বলছে, বিষয়টি নিয়ে দু’দেশ এবং তাদের মিত্রদের সাথে আলোচনা করবে তারা।