রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে দামাকের বিপক্ষে বড় জয় পেল আল নাসর। এই জয়ে দলটি পৌঁছে গেছে সৌদি প্রো লিগের শীর্ষে। দামাকের বিপক্ষে হ্যাটট্রিক করে এতে সবচেয়ে বড় অবদান রেখেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রতিপক্ষের মাঠে শনিবার ৩-০ গোলে জিতেছে আল নাসর। প্রথমার্ধে গোল তিনটি করেছেন পর্তুগিজ মহাতারকা।

সবশেষ তিন ম্যাচে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। আল ওয়েহদার বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে সবকটি গোল করেন রোনালদো। পরের ম্যাচে আল তাওনের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে অবদান রাখে দুটি গোলে। সৌদি আরবের ক্লাবটির হয়ে লিগে ৫ ম্যাচে করলেন ৮ গোল।

দামাকের বিপক্ষে সফল স্পট কিকে ১৮তম মিনিটে দলকে এগিয়ে নেন তিনি। পাঁচ মিনিট পর চমৎকার ফিনিশিংয়ে দ্বিগুণ করেন ব্যবধান। ৪৪তম মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক।

দ্বিতীয়ার্ধে দামাকের জালে আবার বল পাঠান রোনালদো। তবে অফসাইডের জন্য মেলেনি গোল।

১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আল ইতিহাদ। নিজেদের সবশেষ ম্যাচে আল রাইদের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা।

আগামী শুক্রবার নিজেদের পরের ম্যাচে আল বাতিনের বিপক্ষে খেলবে আল নাসর।