বড় পর্দায় “পাঠান” মুক্তির এক মাস পেরিয়ে বক্স অফিসে সিনেমাটির জয়যাত্রা চলছে তো চলছেই। মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড গুঁড়িয়ে দিয়ে বলিউড ইতিহাসেই ধরাছোঁয়ার বাইরে গিয়ে আলাদা জায়গা করে নিচ্ছে অ্যাকশনধর্মী এ চলচ্চিত্রটি।
সেই ধারাবাহিকতার শুক্রবার (৩ মার্চ) অর্থাৎ মুক্তির ৩৮তম দিনে এসে নতুন ইতিহাস গড়ল “পাঠান”। স্পাই থ্রিলার ঘরানার চলচ্চিত্রটি বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সিনেমা হিসেবে ভারত থেকে ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়েছে আগেই। এবার ভারত থেকে সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হওয়ারও রেকর্ড গড়েছে “পাঠান”। বলিউডের সিনেমা ও বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল বিষয়টি নিশ্চিত করেছেন।
হিন্দি সিনেমা হিসেবে ভারতে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছিল এস এস রাজামৌলীর ‘বাহুবলী-২’। অনেকেই বলেছিল এ রেকর্ড কেউ ভাঙতে পারবে না। তবে শাহরুখের ‘পাঠান’ ঝড়ে টিকলো না ‘বাহুবলী-২’ এর রেকর্ড।
হিন্দি ভাষার কোনো ছবি হিসেবে ভারতে সর্বোচ্চ আয় করেছিল ‘বাহুবলী-২’। দুই মাসেরও বেশি সময় ভারতজুড়ে চলা ছবিটির আয় ছিল ৫১০ কোটি ৯৯ লাখ রুপি। শুক্রবার মুক্তির ৩৮ দিন ‘পাঠান’ এর আয় ৫১১ কোটি রুপি। ফলে এটিই এখন ভারতের ইতিহাসে হিন্দি ভাষায় সবচেয়ে বেশি আয় করা ছবি।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক ও সিনে সমালোচক তরন আদর্শ জানান, হিন্দি ছবি হিসেবে ভারতে আয়ের বিচারে সবার ওপরে এখন ‘পাঠান’। এরপরে যথাক্রমে রয়েছে ‘বাহুবলী ২’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ও ‘দঙ্গল’।
আন্তর্জাতিক বাজারেও চুটিয়ে ব্যবসা করছে ‘পাঠান’। ইতোমধ্যে এর বিশ্বব্যাপী আয় ছাড়িয়ে গেছে ১ হাজার ২৬ কোটি রুপি। তবে ভারতে আয়ের রেকর্ড ভাঙলেও হিন্দি ছবি হিসেবে আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ আয়ের রেকর্ড ভাঙতে পারেনি ‘পাঠান’। এ রেকর্ড এখনো আমির খানের ‘দঙ্গল’ এর দখলে। এরপর আছে ‘বাহুবলি-২’, ‘আরআরআর’ এবং ‘কেজিএফ-২’।
উল্লেখ্য, যশরাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্স সিরিজের ছবি ‘পাঠান’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। এছাড়াও আছেন দীপিকা পাদুকন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। অতিথি চরিত্রে চমক দেখিয়েছেন সালমান খান। ছবিটির বাজেট ২৪০ কোটি রুপি।