সিরাজগঞ্জের হাটিকুমরুলে অজ্ঞাত এক গাড়িচাপাং মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। আজ (সোমবার) সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের মান্নান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ছাত্র ও সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুলঘাগড়াখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ও নাটোর সিটি কলেঝের ছাত্র সুজন হোসেন ও অপর ১ জনের নাম সিয়াম আহমেদ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল ইসলাম বলেন, সকাল ৬টার দিকে রাজশাহী থেকে মোটরসাইকেলে তিন আরোহী সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের সিরাজগঞ্জের মান্নান নগর এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি হাটিকুমরুল থানায় নিয়ে যায়। নিহতদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানান ওসি।