পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়ার চিন্তাভাবনা আপাতত নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (সোমবার) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান সেতু মন্ত্রী।
গত বছরের ২৫শে জুন ঘটা করেই বহুল প্রতীক্ষিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন (২৬শে জুন) সকাল ৬টা থেকেই এই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। সে সময় অন্য যানবাহনের সঙ্গে ঢল নামে মোটরসাইকেলেরও। পরে ওইদিনই সেতুতে মোটরবাইক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়। এরপর ২৭ জুন ভোর ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সরকার।
উদ্বোধনের পর প্রায় আট মাস পেরিয়ে গেলেও এখনো কাটেনি সেই নিষেধাজ্ঞা। দেশের সর্ববৃহৎ এই সেতু দিয়ে মোটরবাইক চলাচলের অনুমতি চেয়ে হাইকোর্টে রিট আবেদনও করা হয়েছিল। যদিও চলতি বছরের ১৫ই জানুয়ারি সেই রিট খারিজ করে দিয়েছেন আদালত। তবে বরাবরই বিভিন্ন মহল থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছে।
ঢাকা ও অন্যান্য শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটার বেঁধে দেওয়ার প্রস্তাবসহ একটি নীতিমালার খসড়া তৈরির ব্যাপারেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এসময়। তবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এই প্রস্তাব অনুযায়ী তৈরি করা নীতিমালার খসড়া এখনো চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছেন মন্ত্রী।
সেতুমন্ত্রী বলেন, এটি এখনো আমার টেবিলে আসেনি। নীতিমালা একটা ড্রাফট করলেই যে সেটি ফাইনাল, সেটা মনে করার কোনো কারণ নেই। আমার টেবিলে আসেনি, আমি এটি দেখব।