রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন ভাঙা হবে নাকি সংস্কার করা হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আপাতত ভবনটি স্থিতিশীল রাখতে লোহার পাইপ দিয়ে প্রপিং (ঠেকনা) করা হচ্ছে। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে ভবন স্থিতিশীল রাখতে কাজ শুরু করা হয়। এজন্য ঘটনাস্থলে আনা হয়েছে লোহার রড, স্টিলের পাইপ ও লোহার পাত।
এদিকে, ভবনের ২৪ কলামের মধ্যে ৯টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভবনটি। এজন্য উদ্ধার অভিযান শেষ করে ভবনটি বুঝিয়ে দিতে পারেনি ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন। এমন পরিস্থিতিতে সবার আগে ভবন স্থিতিশীল করার সিদ্ধান্ত নেয় রাজউক। ধারণা করা হচ্ছে, শুক্রবার (১০ মার্চ) সকালের মধ্যে এ কাজ শেষ হবে।
সেসময় তিনি বলেন, ‘ভবন ভাঙা বা সংস্কারের আগে নিচতলার কলাম ও পিলার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে আগে এটি স্থিতিশীল করতে হবে।’ রাজউক কর্মকর্তার এমন বক্তব্যের ৮ ঘণ্টা পর ভবন স্থিতিশীল করার কাজ শুরু করেছে সংস্থাটি।
মঙ্গলবার (৭ মার্চ) গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও ৮ জন চিকিৎসাধীন। তারা কেউই এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।