বিএনপি-জামায়াত সরকারের আমলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে নারী জাগরণের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিকল্প নেই। তবে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এই দেশের নারীরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছেন। সেই বিএনপি তার মিত্র স্বাধীনতা বিরোধীদের নিয়ে আবারও ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে। তাই তাদেরকে প্রতিহত করে নারীর ভাগ্য পরিবর্তন এবং দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। না হয়, বিএনপি-জামায়াতের সময়ের মতো এই দেশে উন্নয়নের চাকা থেমে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদা নুর খান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফরিদা ইলিয়াসসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।