সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে সারা দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগরে আজ মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীর দক্ষিণে যাত্রাবাড়ী থেকে শুরু করে উত্তরে টঙ্গীর আবদুল্লাহপুর ব্রিজ পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।দেশের সব জেলা ও মহানগরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন হবে। এই কর্মসূচি থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে।
অন্যদিকে যথারীতি আজকেও ঢাকায় এবং জেলা পর্যায়ে বিএনপির পাল্টা ‘শান্তি সমাবেশ’ করবে আওয়ামী লীগ ও যুবলীগ। ঢাকায় দুটি সমাবেশ করবে মহানগর আওয়ামী লীগ। আর ঢাকার বাইরে যুবলীগ সারা দেশেই জেলা পর্যায়ে আজ শনিবার শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।
যার যার অবস্থানে দল দুটি অটল থেকেই পাল্টাপাল্টি কর্মসূচি অব্যাহত রেখেছে। এমন পটভূমিতে রাজপথে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকদের অনেকে।
বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, পদযাত্রার মতো মানববন্ধনের কর্মসূচিকেও দলের নীতি-নির্ধারকরা গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এ কর্মসূচিতে সব পর্যায়ের নেতারা অংশ নেবেন। ঢাকায় যাত্রাবাড়ী থেকে টঙ্গীর আবদুল্লাহপুর ব্রিজ পর্যন্ত যে মানববন্ধন হবে, তাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা রাস্তায় দাঁড়াবেন।
বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।