প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি লুটেরা ও সন্ত্রাসীদের দল। তারা দেশের উন্নতি চায় না।’ আজ (শনিবার) ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বেলা ৩টায় জনসভায় যোগ দেন আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ময়মনসিংহের বিভিন্ন এলাকার প্রায় শতাধিক উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামীলীগ ২০০৯ সালে সরকারে আসার পর আমরা দারিদ্রের হার ২০ ভাগে নামিয়ে এনেছি। স্বাক্ষরতার হার ছিলো ৪৫ ভাগ। আমরা তখন উদ্যোগনি। স্বারক্ষরতার হার আমরা ৬৫ ভাগে উন্নতি করেছিলাম । দূর্ভাগ্যের বিষয় ২০০২ সালে বিএনপি ক্ষমতা এসে, সেই ৬৫ ভাগ থেকে কমিয়ে আবার আগের জায়গায় নিয়ে এসেছে। ’ ‘তারও একটি কারণ আছে, কারণ খালেদা জিয়া মেট্রিক পরীক্ষায় পাশ করেছিলো অংক আর উর্দুতে। অংক টাকা গুনতে কাজে লাগে আর উর্দু পাকিস্তানের ভাষা। আর কিছুতে পাশ করতে পারে নাই। জিয়াউর রহমান মেট্রিক পাশ। খালেদা মেট্রিক ফেল। সেজন্য বাংলাদেশ উন্নত হবে, লেখাপড়া শিখবে সেটা তারা চায় না।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভা মাঠে আসেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রঙিন শাড়ি, হাতে পতাকা, মাথায় রঙিন ক্যাপ পরে আসেন অনেকে। ঢাক-ঢোলের তালে তালে নেচে গেয়ে আসেন অনেকে। দুপুর নাগাদ বিপুল সংখ্যক নেতাকর্মী সার্কিট হাউস মাঠে জড়ো হন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমনে গোটা ময়মনসিংহে এখন উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান, মোড়গুলোকে সাজানো হয়েছে রঙ-বেরঙের সাজে। তোরণ নির্মাণের পাশাপাশি ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শহর। বিভাগীয় শহরের বাইরের সড়কগুলোতেও নির্মাণ করা হয়েছে তোরণ। এসব ব্যানার-ফেস্টুন, তোরণে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি তুলে ধরা হয়েছে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন।
জনসভাস্থল সার্কিট হাউস মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল নৌকা আকৃতির মঞ্চ। রঙিন বেলুন দিয়ে সাজানো হয়েছে গোটা মাঠ। বাঁশের ব্যারিকেড, আর্চওয়ে দিয়ে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে মাঠে।