বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নেবেনা বিএনপি। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৭টি দেশের প্রতিনিধিদের সাথে বৈঠকে একথা জানিয়েছেন দলটির নেতারা। আজ রবিবার (১২ই মার্চ) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর  খসরু মাহমুদ চৌধুরী। এসময় তিনি বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন।

বৈঠকে দেশে আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়েছে। ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।