নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আইন ও বিধি অনুযায়ী যেসব রাজনৈতিক দলের সব ঠিক থাকবে তাদের নিবন্ধন দেয়া হবে।

আজ (রোববার) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন আইন ও বিধি দ্বারা পরিচালিত হয়। কোন মতাদর্শে পরিচালিত হয় না। এছাড়া, যাদের কাগজপত্র সঠিক আছে শুধুমাত্র সেসব দলগুলোকেই মাঠপর্যায়ে তদন্ত করা হবে।

দল নিবন্ধনের ক্ষেত্রে কোন সুপারিশ বা অনুরোধ আসেনি বলেও জানান তিনি।