বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। এ সংক্রান্ত আবেদনটি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজ (রোববার) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এতথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আগামী ২৪শে মার্চ শেষ হবে। এ অবস্থায় কিছুদিন আগে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো এবং চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। আগের দু’টি শর্ত বহাল রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

এসময় আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার রাজনীতি করার বিষয়টি অবান্তর, তিনি অসুস্থ চিকিৎসা নিবেন এটিই স্বাভাবিক’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতাতেই খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে বলে জানান আনিসুল হক। এর আগে ৬দফায় খালেদা জিয়ার সাজার স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।