পবিত্র রমজানে সেহেরি ও ইফতারের সময় লোডশেডিং না দেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার) বিকেলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া এতথ্য জানান।

তিনি বলেন, ‘সেহেরি ও ইফতারের সময় বিদ্যুৎ যেন না যায় সারাদেশে সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঈদযাত্রা নির্বিঘ্ন করতেও সব ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। কেউ অযৌক্তিকভাবে খাদ্য পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এজন্য সারাদেশে কঠোরভাবে মনিটরিং করা হবে।’

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জানান, ‘রমজানে বিদ্যুৎ-পানিসহ অন্যান্য সেবা স্বাভাবিক রাখার তাগিদও দিয়েছেন সরকার প্রধান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। স্বল্প আয়ের মানুষেরা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে প্রশাসন সক্রিয় রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া।