মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (সোমবার) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক কারণে আমরা রোহিঙ্গাদের এদেশে আশ্রয় দিয়েছি। কারণ একসময় আমাদেরও আশ্রয়ে থাকতে হয়েছিল। সে কথা বিবেচনা করেই আমরা মানবতা দেখিয়েছি। কিন্তু বর্তমানে বিশাল এই জনগোষ্ঠী আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানের পথ শুধু তাদের নিজ দেশে ফেরত যাওয়া। এজন্য মিয়ানমারের সাথে আমরা আলোচনা অব্যাহত রেখেছি। আমরা চাই তারা শান্তিপূর্ণভাবে দেশে ফেরত যাক’।
শেখ হাসিনা বলেন, ‘কাতার সফরকালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আমার বৈঠক হয়েছে। বৈঠকে আমরা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে সহযোগিতা চেয়েছি। একইসাথে রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসনের জন্য জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে’। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে জাতিসংঘ মহাসচিবকে আলোচনা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সরকার প্রধান বলেন, জাতিসংঘ ও বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রশাংসা করেন। তারা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।