ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বিজয়ের চিন্তা করেননি অতিবড় বাংলাদেশ। কিন্তু টাইগাররা সবার চিন্তা ছাপিয়ে, ভাল খেলে যোগ্য দল হিসেবেই প্রথম ২ ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে। এবার বাংলাদেশের সামনে আবারও ইতিহাস গড়ার হাতছানি। ইংলিশদের হোয়াইটওয়াশের মিশনে আজ মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জস বাটলারদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটায় ম্যাচটি শুরু হবে।
এর আগে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোববার ইংল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে বলে নয়, সবমিলিয়ে এবারই প্রথম ইংল্যান্ডকে বাংলাওয়াশ করার সুযোগ পেয়েছে টাইগাররা।
সব মিলে বাংলাদেশ এ পর্যন্ত ১০টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। যার তিনটি সিরিজ ছিল এক ম্যাচের। ২টি দুই ম্যাচের, ৩টি তিন ম্যাচের বাকি ২টি সিরিজ ছিল ৫ ম্যাচের। ২ ম্যাচের দুটি সিরিজের দুটিতেই ২-০তে জিতেছে বাংলাদেশ। ৩ ম্যাচের তিন সিরিজের মধ্যে মাত্র একটিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার তৃপ্তি মিলিছে। সেই জয়টা ছিল ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে, আয়ারল্যান্ডের মাটিতে। ৫ ম্যাচের দুই সিরিজের মধ্যে অস্ট্রেলিয়াকে ৪-১ এবং নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এই দুটি কীর্তিই ছিল নিজেদের ঘরের মাঠে। আজ সেই ঘরের মাঠেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সুযোগ।