ইংল্যান্ডের বিপক্ষে টি- টোয়েন্টি ক্রিকেটে ৩-০ তে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

আজ (মঙ্গলবার) তিনি এ অভিনন্দন জানান।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি- টোয়েন্টি ক্রিকেটে ৩-০ তে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ছাড়াও এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি।