চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পেয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের তদন্ত কমিটি।

আজ (মঙ্গলবার) বিকেলে ঘটনার তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামারনের কাছে হস্তান্তর করেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।

তিনি বলেন, স্পর্শকাতর এ স্থাপনা পরিচালনায় যে দক্ষ জনবল থাকা উচিত, তা ওই কারখানায় ছিল না। তদারকি সংস্থারও গাফিলতি ছিল।

এছাড়া প্রতিবেদনে এ ধরনের দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ৯টি সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।

গত চৌঠা মার্চ সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে সাতজন নিহত হন। আহত হন ৩০ জন।