করোনা অতিমারি শুরুর পর টানা তিন বছরের মধ্যে প্রথমবার বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিতে যাচ্ছে চীন। আগামী বুধবার থেকে ভিসা পর্যালোচনা ও অনুমোদন শুরু হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাশাপাশি ২০২০ সালের ২৮ মার্চের আগে অনুমোদিত  ভিসাগুলোর মধ্যে যেগুলোর এখনো মেয়াদ আছে সেগুলোও অনুমোদন করা হবে। যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত চীনা দূতাবাসগুলোর ওয়েবসাইটেও এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবারও চালু হচ্ছে প্রমোদতরিতে সাংহাইয়ে পৌঁছানো বিদেশিদের জন্য ভিসা মুক্ত ভ্রমণের সুবিধা। হংকং, ম্যাকাও এবং আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য দেশগুলোর পর্যটকেরাও একই সুবিধা পাবেন।

এই ঘোষণার ফলে পর্যটকদের জন্য আবার খুলে যাচ্ছে চীনের দুয়ার। ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে দেশটির পর্যটন খাত। জাতিসংঘের আন্তর্জাতিক পর্যটক সংস্থার হিসাব অনুযায়ী, করোনা মহামারি শুরুর আগে ২০১৯ সালে চীনে ৬ কোটি ৫৭ লাখ বিদেশি দর্শনার্থী প্রবেশ করেছেন। তবে করোনা অতিমারী শুরুর পরই বিশ্ব থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলে দেশটি।

পরে বিভিন্ন দেশ পর্যায়ক্রমে করোনার বিধিনিষেধ তুলে নিলেও চীন অনেক দিন ধরে তা বহাল রেখেছিল। গত বছরের শেষের দিকে তুমুল বিক্ষোভের মুখে করোনা বিধিনিষেধ প্রত্যাহার করে চীনের প্রশাসন। অবশেষে খুলে ধেয়া হলো সীমান্তও।