ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে ইনিংসের জন্য বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে পুরস্কৃত করেছে। আর টেস্ট ক্রিকেটে সেরা বোলিং পারফরম্যান্সের পুরষ্কার পেয়েছেন বাংলাদেশি পেসার ইবাদত হোসেন।

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এ পরাজিত হয় ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৬৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ১৪৮ রানের জুটি গড়েন মিরাজ। রিয়াদ আউট হলেও ৮৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন মিরাজ।

ইএসপিএনের বিচারে এটিই ছিল ২০২২ সালের সেরা ইনিংস। যদিও একই সিরিজে ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারতের শুবমান গিল। তবে মিরাজের সেঞ্চুরি ছিল বিশেষ কিছু। এর আগে আটে নেমে কেবল একজন ব্যাটারই ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।

একই বছরের শুরুতে নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই পরাজয়ের স্বাদ দেয় বাংলাদেশ। এর পেছনে মূল অবদান ছিল পেসার এবাদত হোসেনের। দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৬ রানের বিনিময়ে ৬ উইকেট নেন এবাদত। আইসিসির বর্ষসেরা স্পেল নির্বাচিত হয়েছিল এবাদতের সেদিনের বোলিং।ইএসপিএনের বিচারেও সেরা নির্বাচিত হয়েছে তার ওই স্পেল।

এদিকে, টেস্টে বর্ষসেরা ইনিংসের পুরস্কার গেছে ইংল্যান্ডের জনি বেয়াস্টোর দখলে। ওয়ানডেতে সেরা বোলিংয়ের পুরস্কার পেয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। টি-টোয়েন্টির সেরা ইনিংসের পুরস্কার পেয়েছেন ভারতের সুরিয়াকুমার যাদব আর বোলিংয়ের ইংল্যান্ডের স্যাম কারান।