তৃতীয় বাংলাদেশি হিসেবে একদিনের ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। একইসাথে ওয়ানডেতে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। আজ (সোমবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অর্ধশতকের পথে এই দুই মাইলফলক স্পর্শ করেন তিনি।

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রানের কীর্তি গড়েন তামিম ইকবাল। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে ৭ হাজার রান পূর্ণ করেন সাকিব আল হাসান। আর আজ এই রেকর্ড গড়লেন মুশফিক। আর ২৪৪ ম্যাচে ২২৯ ইনিংসে ৭ হাজার রানের মাইলফলকে পৌঁছান মুশফিক।

তবে সিলেটে এখানেই থেমে যাননি মুশফিক নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। আইরিশ বোলারদেও তুলোধুনা কওে তুলে নিয়ে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি আর বাংলাদেশিদেও মধ্যে দ্রুততম।

শুরু থেকেই আক্রমণাত্মক মুশফিক ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন। আগের ম্যাচে ঝোড়ো ব্যাটিং করলেও ফিফটি পাননি। তবে পরের ১৭ বলে ৫০ রান কওে সে আক্ষেপ ঘুচিয়ে আজ তুলে নেন সেঞ্চুরিই। মুশফিকের ৬০ বলের ইনিংসটি সাজানো ছিল ১৪ চার আর ২ ছয়ে।

এর আগে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি ছিল সাকিব আল হাসানের, ৬৩ বলে। এছাড়া আজ লিটন দাসও একটি কীর্তি গড়েছেন। ৬৫তম ইনিংসে ওয়ানডেতে ২ হাজার রান পূর্ণ করেছেন তিনি।