আগামী ৭ই এপ্রিল থেকে ঈদ যাত্রার আগাম ট্রেনের টিকিট পাওয়া যাবে। এবার কাউন্টারে রেলের কোনো টিকিট বিক্রি হবে না। কেবল অনলাইনেই মিলবে টিকিট।
আজ (মঙ্গলবার) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রেল ভবনে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
প্রথমদিন দেয়া হবে ১৭ই এপ্রিলের টিকিট। পরদিন দেয়া হবে ১৮ই এপ্রিলের টিকিট। ১৯শে এপ্রিলের টিকিট মিলবে ৯ই এপ্রিল, ২০ই এপ্রিলের টিকিট ১০ই এপ্রিল ও ২১ এপ্রিলের টিকিট দেয়া হবে ১১ই এপ্রিল। ফিরতী টিকিট দেয়া হবে ১৫ই এপ্রিল থেকে। এদিন বিক্রি হবে ২৫শে এপ্রিলের টিকিট। ১৬ই এপ্রিল দেয়া হবে ২৬শে এপ্রিলের টিকিট। ২৭শে এপ্রিলের টিকিট ১৭ তারিখ, ২৮শে এপ্রিলের টিকিট ১৮ তারিখ ও ২৯শে এপ্রিলের টিকিট দেয়া হবে ১৯শে এপ্রিল।
এবার শতভাগ টিকিটই দেয়া হবে অনলাইনে। কাউন্টারে কোন টিকিট মিলবে না এবার। ঈদ উল ফিতর উপলক্ষে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে কর্তৃপক্ষ।