তিস্তায় পানি প্রবাহ কমে যাওয়া ও পশ্চিমবঙ্গে খাল খননের বিষয়ে জানতে ভারত সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে এখনও এর জবাব আসেনি। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ কথা জানান।

এসময় তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ বিষয়ক প্রতিবেদনটি যাচাই বাছাই করা হচ্ছে। সম্প্রতি মৌরিতানিয়ায় ওআইসি’র বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের অংশ গ্রহণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আরাভ খানের বিষয়ে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।