ইরানের পর এবার সিরিয়ার সাথে সম্পর্ক শিথিল করছে সৌদি আরব। দুই দেশ এক দশকেরও বেশি সময় পর পুনরায় দূতাবাস চালু করতে সম্মত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কনস্যুলার সার্ভিস পুনরায় চালু করার আলোচনা করেছে সৌদি আরব। সেখানে দুই দেশের প্রতিনিধিরা পুনরায় দূতাবাস চালুর জন্য সম্মত হয়েছেন। এপ্রিলে ‘ঈদুল ফিতরের পরে দূতাবাস পুনরায় খোলার প্রস্তুতি নিচ্ছে দুই দেশের সরকার।

এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ও সিরিয়ার মধ্যে এই আলোচনায় মধ্যস্থতা করেছে রাশিয়া। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো এবং রিয়াদে কয়েক দফা আলোচনার হয়। খুব শিগগিরই একটি চুক্তি হতে যাচ্ছে।

এর আগে, ইরানের সাথে সম্পর্ক শিথিল কওে সৌদি আরব। চীনের মধ্যস্থতায় দুই দেশ ফের কূটনৈতিকভাবে একসাথে কাজ করার কথা জানায়। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতির পরিবর্তনে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইরান ও সিরিয়ার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য সংকটও দূর হবে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ার গৃহযুদ্ধ ও ইয়েমেনে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছিল সিরিয়া-ইরান ও সৌদি আরব। যদি একটি চুক্তিতে পৌঁছানো হয়, এটি একটি নৃশংস গৃহযুদ্ধের পর সিরিয়া এবং তার নেতা বাশার আল-আসাদকে বৃহত্তর অঞ্চলে পুনঃসংহত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে চিহ্নিত করবে।