তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে শ্রীলঙ্কা। আজ (শনিবার) আগে ব্যাট করতে নেমে ২৭৪ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাটে নেমে মাত্র ৭৬ রানে অলআউট হয় লঙ্কানরা।
অকল্যান্ডের ইডেন পার্কে দলীয় ৩৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় কিউইরা। দ্বিতীয় উইকেটের পতন হয় ৭১ রানের মাথায়। ওপেনিংয়ে নামা ফিন অ্যালেন দলীয় ১০৮ রানের মাথায় ৫১ রানে ফেরেন।
এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। তবে রাচিন রবিন্দ্রার ৪৯ আর উইল ইয়ংয়ের ৩৯ রানের সুবাদে ৪৯ ওভার ৩ বলে ২৭৪ রানে থামে তাদের ইনিংস। শ্রীলঙ্কার চামিকা করুণারত্নে সর্বোচ্চ ৪ উইকেট নেন।
জবাবে ব্যাটে নেমে কিউই পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ২০ ওভারের আগেই ৭৬ রানে থেমে যায়। তাতে ১৯৮ রানের বিশাল ব্যবধানে হারতে হয় লঙ্কানদের।
দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ, চামিকা করুণারত্নে করেন ১১ রান। নিউজিল্যান্ডের হেনরি শিপলি নেন ৫ উইকেট।