দেশের কয়েকটি জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ (সোমবার) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিলা, নোয়াখালী, ময়মনসিংস এবং সিলেট অব্জল দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা ও বরিশাল কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আফ্রিকা দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝো হাওয়া বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এত আরো বলা হয়েছে রাজশাহী, পাবনা চুয়াডাঙ্গা জেলাগুলির উপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।