একের পর এক আন্তর্জাতিক সফর বাতিল হচ্ছে বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দলের। গত মাসে সিঙ্গাপুরের পর এবার সাবিনাদের মিয়ানমার সফরও বাতিলের পথে।

এপ্রিলের প্রথম সপ্তাহে মিয়ানমারে প্যারিস অলিম্পিকের নারী ফুটবলের এশিয়ান অঞ্চলের বাছাইয়ের প্রথম পর্বের খেলা ছিল। বাংলাদেশ এই বাছাইয়ে অংশ নিতে মিয়ানমার যাচ্ছে না। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এই টুর্নামেন্টটি এএফসির সাধারণ সূচির বাইরে। ফলে অংশগ্রহণের সকল খরচ বাফুফেকে বহন করতে হবে। এত পরিমাণ অর্থ আমাদের নেই। আর্থিক কারণেই আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছি না’।

বুধবার (২৯ মার্চ) বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ‘আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল মিয়ানমারে অনুষ্ঠিত হবে নারী অলিম্পিকের বাছাইপর্ব। সেখানে বাংলাদেশ নারী ফুটবল দলের অংশগ্রহণ করার কথা ছিল। তবে অর্থিক সংকটের কারণে আমরা সেখানে যতে পারছি না। ’

তিনি আরও বলেন, ‘আসরটি প্রাথমিকভাবে আমরা হোস্ট (আয়োজক) করতে চেয়েছিলাম। এই জন্য আমরা এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে হোস্টিংয়ের আবেদন করি। কিন্তু এই আসরটির হোস্টিং মিয়ানমারকে দেয়া হয়। আসরটিতে অংশগ্রহণ করতে হলে প্রত্যেক দলকে নিজ নিজ দায়িত্বে যাতায়াত, থাকা-খাওয়া থেকে শুরু করে অনুশীলন, অভ্যন্তরীণ খরচ বহন করতে হবে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে ওখানে অংশগ্রহণ করতে প্রয়োজনীয় যে অর্থ লাগে সেটি বাফুফের নেই। তাই সেখানে আমরা অংশগ্রহণ করতে পারছি না। ’

প্রয়োজনীয় অর্থের জন্য কয়েক যায়গায় আবেদন করেছিল বাফুফে। সেখান থেকে আশানুরূপ ফলাফল আসেনি বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক। নাঈম বলেন, ‘আমরা গত সপ্তাহে জাতীয় ক্রীড়া পরিষদের নিকটে এ প্রতিযোগিতার জন্য আর্থিক সহযোগিতার বরাদ্দ চাই। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলাপ-আলোচনা করে কোনো আশানুরূপ ফলাফল না আসায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা অলিম্পিক বাছাইয়ে অংশগ্রহণ করতে পারছি না। ’

আগামী ৫ এপ্রিল শুরু হওয়া এ আসরটি শেষ হবে ১১ এপ্রিল। বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপে রয়েছে- ইরান, মিয়ানমার ও মালদ্বীপ।