টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলো না বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেটে স্বাগতিক বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। ব্যাটসম্যানদের ব্যর্থতায় এদিন বাংলাদেশ অলআউট হয় ১২৪ রানে। জবাবে অধিনায়ক পল স্টার্লিংয়ের হাফ সেঞ্চুরিতে ১৪ ওভারেই জয়ের দেখা পায় আইরিশরা। তবে বাংলাদেশ সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। পল স্টার্লিং ম্যাচ ও তাসকিন আহমেদ সিরিজসেরা হয়েছেন।

টানা ছয়টি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ জেতা হলো না বাংলাদেশ দলের। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ খেলায় বাংলাদেশ হারাতে পারেনি আয়ারল্যান্ডকে। হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশ উল্টো হেরেছে আইরিশদের কাছে।

সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলায় বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে। দলের রান ২৪ হতেই আউট হন বাংলাদেশ দলের লিটন দাস, নাজমুল শান্ত ও রনি তালুকদার। অধিনায়ক সাকিব, তাওহীদ হৃদয় ও অভিষেক হওয়া রিশাদ হোসেনও দ্রুত বিদায় নিলে বাংলাদেশের ব্যাটিং আকাশে কালো মেঘের ছায়া দেখা দেয়। শামীম হোসেন হাফ সেঞ্চুরি করে সেই শংকা দূর করার চেষ্টা করেন। তাতে বাংলাদেশের সংগ্রহ ১’শ পেরুয়। শেষ পর্যন্ত মান বাঁচিয়ে ১২৪ রানে অলআউট হয় স্বাগতিকরা।

১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে,সফরকারী দলের অধিনায়ক পল স্টার্লিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে স্বাগতিক বোলাররা হতাশ হতে থাকেন। স্টার্লিংয়ের চার-ছক্কার বৃষ্টিতে জয়ের পথে এগুতে থাকে আয়ারল্যান্ড। হাফ সেঞ্চুরি পান অধিনায়ক পল স্টার্লিং। ৪৫ বলে ৭৭ রানে আউট হন আইরিশ অধিনায়ক। তবে হ্যারি টেকটর ও কার্টিস ক্যামফার অপরাজিত থেকে আয়ারল্যান্ডকে জয় এনে দেন। এই জয়ে আয়ারল্যান্ড হোয়াইট ওয়াশের লজ্জা এড়ালো। শেষ খেলায় হারলেও বাংলাদেশ সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

আগামী চৌঠা এপ্রিল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের একমাত্র টেস্ট ক্রিকেট খেলা।