রমজান মাসে দ্বিতীয়বার ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবির নিত্যপণ্য বিক্রি শুরু হয়েছে। সোমবার রাজধানীর উত্তরায় এই কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মন্ত্রী বলেন, গেলো চার বছরের তুলনায় এবার রোজায় পণ্যের সরবরাহ ভালো রয়েছে। বাজারদরের চেয়ে কম দামে তেল, ডাল ও চিনি দিচ্ছে টিসিবি। তবে কার্ডধারী অনেকেই প্রথমবারের পণ্য এখনও পাননি বলে অভিযোগ করেছে।

সারাদেশে নিম্নআয়ের ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যম্যে ভর্তুকি মূল্যে মাসে একবার নিত্যপণ্য দিচ্ছে সরকার। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবির মাধ্যমে দেশজুড়ে এই কার্যক্রম চলে। তবে রোজার সময় মাসে দুইবার পণ্য পাচ্ছে কার্ডধারীরা। রোজা শুরু আগে একবার দেয়া হয়েছে।

দশ রোজার পর দ্বিতীয়বার দেয়া হচ্ছে তেল, ডাল ও চিনি। রাজধানীর উত্তরায় ৮ নম্বর সেক্টরে এই কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় তিনি বলেন, দেশে প্রায় ৩ কোটি মানুষ দরিদ্র্য। কিন্তু কমদামে টিসিবির পণ্য পাচ্ছে প্রায় ৫ কোটি মানুষ।

তবে অনেক কার্ডধারী প্রথমবারে পণ্য পাননি বলে অভিযোগ করেন। ডিলার আর কাউন্সিলর কার্যালয় থেকে তাদের ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। কার্ডধারী একজন ভোক্তা ৬০ টাকায় ১ কেজি চিনি,  ৭০ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার করে সয়াবিন তেল কিনতে পারছেন।