রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি দুঃখ প্রকাশ করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং ব্যথিত হয়েছেন। তিনি বলেছেন, এসব দোকানের ইনস্যুরেন্স করা থাকে না, সেজন্য তারা ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়াতে হবে।
বঙ্গবাজারে লাগা আগুনে মার্কেটটি ইতোমধ্যে পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারের বেশি ব্যবসায়ী। অনেকে আগুনে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন।
এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকারসহ কমিশনের সচিবরা উপস্থিত ছিলেন।
এদিন একনেক সভায় ৪ হাজার ২৫২ কোটি ৬৬ লাখ টাকার ৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।