ইউক্রেনকে ১৪টি মিগ-২৯ যুদ্ধবিমান দেয়ার ঘোষণা দিয়েছে পোল্যান্ড। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে নিজেদের বহরের সব মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনকে দিতে প্রস্তুত রয়েছে তাঁর দেশ। ইউক্রেনের প্রেসিডেন্ট পোল্যান্ড সফরকালে এই র্বাতা জানান।

গতকাল (বুধবার) রাজধানী ওয়ারশতে দুই নেতা সংবাদ সম্মেলন করেন। এসময় জেলেনস্কিকে পাশে দাঁড়িয়ে রেখে ইউক্রেনকে মিগ-২৯ বিমান দেয়ার ঘোষণা দেন দুদা। গতকালের সংবাদ সম্মেলনে দুদা বলেন, ‘আমরা ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়েছি। ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে আরও যুদ্ধবিমান দিতে পোল্যান্ড প্রস্তুত রয়েছে। প্রয়োজনে আমরা আমাদের বহরের সব মিগ-২৯ যুদ্ধবিমান কিয়েভকে দিয়ে দিবো।’

তবে দুদা এটাও জানিয়ে দেন, ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে হলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে তাঁর দেশকে সবুজ সংকেত পেতে হবে। ন্যাটোর নিয়মনীতি মেনেই যুদ্ধবিমান দেওয়া হবে।

শুরু থেকে কিয়েভের পাশে রয়েছে প্রতিবেশী পোল্যান্ড। যুদ্ধরত  ইউক্রেনকে সহায়তা দিচ্ছে দেশটি। ইতিমধ্যে সোভিয়েত আমলে নির্মিত ১৪টি যুদ্ধবিমান ইউক্রেনকে দেওয়ার ঘোষণা দিয়েছে পোল্যান্ড।