জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে ‘তালেবান গোষ্ঠীর বীর যোদ্ধা’ পরিচয়ে ডাকযোগে পাঠানো একটি চিঠিতে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিচারক বিষয়টি পুলিশ সুপারকে জানিয়েছেন। জেলা পুলিশের পক্ষে থেকে বিচারকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তালেবান গোষ্ঠীর বীর যোদ্ধা পরিচয়ে বিচারক মো. রুস্তম আলীর কাছে পাঠানো চিঠির খামে প্রেরকের ঠিকানায় মো. আশরাফ আলি, দুর্গাদহ, ভাদশা, সদর, জয়পুরহাট লেখা রয়েছে। চিঠির নিবেদকে লেখা রয়েছে তালেবান গোষ্ঠীর বীরযোদ্ধারা, দোগাছী ইউনিয়ন ও ভাদসা ইউনিয়নসহ পাঁচ উপজেলার তালেবান।

জানতে চাইলে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে তালেবান গোষ্ঠীর বীর যোদ্ধা পরিচয়ে ডাকযোগে একটি চিঠি পাঠিয়েছে। এতে বিচারক রুস্তম আলীকে হুমকি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর এই বাংলাদেশ তালেবানের স্থান হতে পারে না। যারা তালেবান নামধারী গোষ্ঠী পরিচয়ে বিচারককে হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিচারকের কাছে একটি চিঠি আসে। তিনি বিষয়টি বিকেল ৩টার দিকে জানান। এতে তাকে হুমকি দেওয়া হয়েছে। আমরা মনে করি না যে এটা কোনো তালেবান। কোন কুচক্রী মহল স্বার্থসিদ্ধি ও আতঙ্ক সৃষ্টির জন্য এমন কাজ করতে পারে। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিচারকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।