গ ওয়ানে রেনে ও লিঁওর কাছে টানা দুই ম্যাচে হেরে ছন্দ হারিয়েছিল ফরাসি ক্লাব পিএসজি। যদিও সেই ছন্দ খুঁজে পেতে খুব বেশি সময় নেয়নি ক্লাবটি। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মাইলফলকের রাতে জয়ে ফিরেছে পিএসজি। এই ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
গতকাল শনিবার (৮ এপ্রিল) দিনগত রাতে নিসের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে ফরাসি চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে মেসির পর দ্বিতীয়ার্ধে সার্জিও রামোসের গোলে স্বস্তির জয় পায় পিএসজি।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পাচ্ছিল না পিএসজি।
খেলার তৃতীয় মিনিটে মেসির নিচু শট অল্পের জন্য যায় পোস্টের বাইরে। ২১তম মিনিটে দানিলো পেরেরার হেড পোস্ট কাঁপিয়ে ফিরে। তবে ২৬তম মিনিটে মেসির বুলেট গতির শট ঠেকাতে পারেননি নিস গোলরক্ষক। বাঁ পায়ের চেনা শটে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি।
পিছিয়ে পড়ে পএসজিকে চেপে ধরল নিস। একের পর এক আক্রমণে র্যামোসদের ব্যতিব্যস্ত রাখে। তবে ভাগ্য তাদের সহায় হয়নি, কখনও পোস্টের বাধায়, কখনও গোলরক্ষক দোন্নারুম্মা বাধা হয়ে দাড়ান।
দ্বিতীয়ার্ধেও নিসের একাধিক আক্রমণে গোলের সুযোগ তৈরি করে নিস। এর মাঝেই পিএসজি তাদের দ্বিতীয় গোলটি পায় ৭৬ মিনিটে। মেসির কর্নার থেকে লাফিয়ে হেডে বল জালে জড়ান রামোস। শেষ পর্যন্ত স্কোর ছিল এটাই।
এ জয়ে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান আরও সংহত করল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লঁসের সাথে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে হলো ৬।