বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার। আজকে বাংলাদেশকে এরা যে পরিণতির দিকে নিয়ে গেছে, সেটা অত্যন্ত ভয়াবহ। মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামো’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।
বর্তমান সরকার শুধুমাত্র একটি অবৈধ সরকারই নয়, তারা দখলদারি সরকারের ভূমিকা পালন করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা রাজতন্ত্র কায়েম করতে চায়। যে জাতি গণতন্ত্রকে ভালোবাসে সে জাতিকে একটি সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং ভিন্ন পথে পরিচালিত করা হচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, শুধু নিজেরা ক্ষমতায় থাকার জন্য একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করেছে, যেটা তাদের পুরানো চরিত্র। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা তারা ধ্বংস করে ফেলেছে। একদলীয় বাকশাল অতীতে যে লক্ষ্য ছিল সেটায় ব্যর্থ হয়ে এখন পুরোনো সেই শাসনকে নতুন বোতলে গণতন্ত্রের পোশাক পরিয়ে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছে।
সেমিনারে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।