সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান আলতাফুন নেছা মায়া।  সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন  শেষে সোহরাওয়াদী উদ্যানে হবে জানাজা। বুধবার (১২ এপ্রিল) ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গতরাতে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসা ও রাজনৈতিক অঙ্গণেও নেমে এসেছে শোকের ছায়া।

তাঁর মরদেহে রাখা হয়েছে বারডেম হাসপাতালের হিমঘরে। জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে চিকিৎসা ও রাজনৈতিক অঙ্গণে নেমে এসেছে শোকের ছায়া। গেল ৭ই এপ্রিল অসুস্থ হয়ে পড়লে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করানো হয় জাফরুল্লাহ চৌধুরীকে। দীর্ঘদিন ধরে কিডনী জটিলতাসহ নানা রোগে ভূগছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। মঙ্গলবার রাতে খুলে দেয়া হয় তার লাইফসাপোর্ট।

জাফরুল্লাহর মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধারা। এসময় তারা এই কীর্তিমানের স্মৃতিচারণ করেন। রাতে গোসল শেষে মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে।

আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে। পরে সেখানে তাকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হবে। পরে আগামীকাল দুপুর আড়াইটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রদ্ধা জানানো হবে। সেখানে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

পরের দিন শুক্রবার ১৪ই এপ্রিল শ্রদ্ধা নিবেদন করা হবে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র ক্যাম্পাসে। সেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজার নামাজ। তবে আগামীকাল জানাজা শেষ হওয়ার পর পরিবারের সদস্যরা জানাবেন জাফরুল্লাহর মরদেহ দান করা হবে নাকি দাফন করা হবে।