বিএনপি সরকার হটানোর যে আগুন নিয়ে খেলছে, সে আগুনে নিজেরাই পুড়ে মরবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (মঙ্গলবার) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ভালো আছে, দেশের মানুষ ভালো আছে। এই ভালো থাকা সহ্য হচ্ছে না অনেকের। আজকে বিএনপির গায়ে জ্বালা, এই সংকটেও বাংলাদেশ কেন ভালো আছে?

সেতুমন্ত্রী বলেন, কয়েকদিনের ব্যবধানে বেশ কয়েকটি স্থানে আগুন লেগেছে। আগুন কারা লাগাচ্ছে, তার খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তদন্ত করা হচ্ছে, বের করা হবে কোথা থেকে আগুন লাগানো হচ্ছে।

আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রের শিকার হয়েছে বারবার। আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে। আওয়ামী লীগের কাছে ক্ষমতা হলো বিপদে মানুষের পাশে থাকা। বিএনপি ক্ষমতা ও পকেটের রাজনীতি করে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম প্রমুখ।