ঈদের দিন দুর্ভোগের কারণ হয়ে উঠতে পারে বৃষ্টি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামী দু’দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি হলে তাপপ্রবাহ কমে আসবে। যা স্বস্তি যোগাবে। এদিকে, কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ সহ দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে।
বৈশাখে টানা তাপদাহের দাপট কমার বার্তা মিলছে। রাজধানীর আকাশে শুরু হয়েছে মেঘের আনাগোনা। স্বস্তির হাওয়া লেগেছে প্রকৃতির পড়তে পড়তে। কমতে শুরু করেছে সূর্যের চোখ রাঙ্গানি।
রাজধানীসহ সারাদেশের আকাশে মেঘের যে ঘনঘটা শুরু হয়েছে তাতে শুক্রবার তেমন বৃষ্টির দেখা না পেলেও পরবর্তী দুইদিন বৃষ্টি ঝরে স্বস্তি মিলতে পারে। তবে এই বৃষ্টি সব জায়গায় একই সাথে নাও হতে পারে।
এরই মধ্যে কমে আসতে শুরু করেছে চলমান তাপপ্রবাহ। তবে মেঘ থেকে যদি বৃষ্টি না হয় তবে জনজীবনে অনুভূত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, কয়েকদিনের তীব্র তাপপ্রবাহ শেষে চট্টগ্রাম সহ দেশের কয়েকটি জেলায় বৃষ্টি ঝড়েছে বৃহস্পতিবার রাতে। স্বস্তি এসেছে জনজীবনে।
২৪শে এপিলের পর তাপপ্রবাহ আবারও বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।