পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে সেভার শহরে একটি সামরিক ক্যাম্প এবং বিমানবন্দরের কাছে বোমা হামলায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জন। আঞ্চলিক গভর্নরের মুখপাত্র ইয়াকুবা মাইগার এ তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র জানান, মধ্যাঞ্চলের সেভার শহরে চালানো এ হামলায় অন্তত ২০টি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় হতাহতদের সবাই বেসামরিক নাগরিক।
হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, বিস্ফোরণে একটি পেট্রোল স্টেশনসহ আশপাশের বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে আহতদের প্রাথমিকভাবে সহায়তা দেয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, বিস্ফোরণে একটি পেট্রোল স্টেশনসহ আশপাশের বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে আহতদের প্রাথমিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে।