লা লিগায় মাঝারি মানের দল জিরোনার কাছে বিধ্বস্ত হলো রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে জিরোনার কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়ে শিরোপার দৌড় থেকে প্রায় ছিটকে গেল রিয়াল মাদ্রিদ। খেলায় জিরোনার পক্ষে একাই চার গোল করেছেন ভ্যালেন্টিন কাস্তেলানোস।

জিরোনার ঘরের মাঠ এস্তাদি মন্টিলিভিতে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১২ মিনিটে জিরোনাকে এগিয়ে দেন ভ্যালেন্টিন। রিয়ালকে আরও বিপদে ফেলে ম্যাচের ২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কাস্তেলানোস। ডি-বক্সে বল পেয়ে রিয়াল গোলরক্ষক লুনিনকে পরাস্ত করে গোল আদায় করে নেন তিনি। তবে ৩৪ মিনিটে ভিসিসিউস জুনিয়র রিয়ালের হয়ে একটি গোল শোধ করেন।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই আবারও কাস্তেলানোসের গোল। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন কাস্তেলানোস। ম্যাচের ৬২ মিনিটের মাথায় তিনি দলের চতুর্থ গোল করে রিয়ালকে ম্যাচ থেকে ছিটকে দেয়।

পরে ম্যাচের ৮৫ মিনিটে গোল করে রিয়ালের লুকাস ভাসকেস হারের ব্যবধান কমান। লা লিগায় ২০২০ সালের পর কোন ফুটবলার রিয়ালের বিপক্ষে হ্যাটট্রিক পেলো।