ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে আর্সেনালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে গানারদের সাথে পয়েন্ট ব্যবধান কমিয়ে দুইয়ে নিয়ে এসেছে সিটিজেনরা।
বুধবার রাতে জোড়া গোল করে সিটির জয়ের নায়ক কেভিন ডি ব্রুইনা। একটি করে গোল করেন জন স্টোনস ও আর্লিং হলান্ড।
ইতিহাদ স্টেডিয়ামে মাত্র দ্বিতীয় মিনিটেই আর্সেনাল শিবিওে হানা দেয় সিটি। তবে ডি ব্রুইনার শট সহজেই তালুবন্দি করেন আর্সেনাল গোলরক্ষক অ্যারন রামসডেল। তবে সপ্তম মিনিটে আর ব্র“ইনাকে আটকে রাখা যায়নি। দুই ডিফেন্ডারের ফাঁক গলে ডি-বক্সেও বাইওে থেকে বেলজিয়ান তারকার নেওয়া শট কিঞ্চিৎ বাঁক খেয়ে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেয়।
দশম মিনিটে পাল্টা আক্রমণে উঠে আর্সেনাল। তবে গ্যাব্রিয়েল জেসুসের শট লক্ষ্যে থাকেনি। এরপর ২৬তম মিনিটে হলান্ডের শট কোনোমতে ঠেকান আর্সেনাল গোলরক্ষক। ৩২তম মিনিটে দুরূহ কোণ থেকে নরওয়ের এই তারকার জোরাল শট ঠেকিয়ে আবারও ত্রাতা হন আর্সেনালের অ্যারন রামসডেল।
সিটির দ্বিতীয় গোলটা এসেছে প্রথমার্ধের যোগ হওয়া সময়ে, কেভিন ডি ব্রুইনার ফ্রি-কিক থেকে স্টোনসের হেডে। রেফারি অবশ্য প্রথমে অফসাইড ধরেছিলেন, পরে ভিএআর গোলের সিদ্ধান্ত দেয়, গর্জে উঠে ইতিহাদ স্টেডিয়াম।
বিরতির পর ৫৪ মিনিটে ব্যবধান আরও বাড়ান ডি ব্র“ইনা। হলান্ডের পাস থেকে বোকা বানান আর্সেনাল গোলরক্ষককে। তিন গোলে এগিয়ে গিয়ে খেলার গতি কমিয়ে আনে সিটি। এরই সুযোগ নেয় আর্সেনাল। ৮৬তম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে জোরাল শটে গোল করেন রব হোল্ডিং। তাতে ব্যবধান হয় ৩-১।
অতিরিক্ত সময়ের শেষ মিনিটে ফিল ফোডেনের পাস থেকে গোল করে সিটির বড় জয় নিশ্চিত করেন হলান্ড। সেই সাথে ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নেন এই নরওয়ের তারকা।
গত গ্রীষ্মে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে সিটিতে যোগ দেওয়া হলান্ডের লিগে গোল হলো ৩৩টি। ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে এতদিন ৩২ গোল করে চূড়ায় ছিলেন লিভারপুলের মোহাম্মদ সালাহ।
এদিকে, এ হারের পরেও লিগের পয়েন্ট তালিকায় শীর্ষেই আছে আর্সেনাল, ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৭৫। তবে সিটি দুই ম্যাচ কম খেলেও ৭৩ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
এদিকে, পিছিয়ে পড়েও ওয়েস্টহ্যামের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে লিভারপুল। অন্যদিকে ব্রেন্টফোর্ডেও বিপক্ষে ২-০ গোলে হেরেছে চেলসি।