স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ জনগণের রায়ের ওপর আস্থা রাখে, বিদেশি কোন দেশ কি বললো, তাতে কোন কাজ হবে না।

আজ শনিবার (২৯শে এপ্রিল) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় পৌরসভা মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জনগণ যখন সঙ্গে থাকে, তখন কোনো ষড়যন্ত্রই কাজে দেয় না। তা বার বার প্রমাণিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারসহ আরও অনেকে।