এই মুহূর্তে ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত নাম লিওনেল মেসি। আর্জেন্টানার বিশ্বকাপজয়ী এ তারকা এখন আলোচিত দলবদলের কারণে। ইউরোপে গুঞ্জন এই তারকা জুনেই পিএসজি ছাড়বেন। সম্ভাব্য গন্তব্য হিসেবে এসেছে দুটি ক্লাবের নাম। একটি তার সাবেক ক্লাব বার্সেলোনা ও অন্যটি সৌদি আরবের ক্লাব আল-হিলাল।

মেসির পিএসজি ছাড়া নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখন হঠাৎই তাকে দেখা গেছে সৌদি আরবে। সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার রাতে সৌদি আরবের গাছপালা ও সবুজ প্রকৃতির ছবি দিয়ে লিখেছেন, ‘কে ভেবেছিল সৌদিতে এরকম সবুজ আছে? আমি এমন অপ্রত্যাশিত বিস্ময় যখনই সম্ভব হয় তখনই খুঁজতে বের হই।ক্যাপশনের শেষেও ব্যবহার করা হয়েছে ‘ভিজিটসৌদি’ হ্যাশট্যাগ।

তা নিয়েই ফুটবল মহলে গুঞ্জন শুরু হয় তাহলে কী সৌদির ক্লাবেই পাড়ি জমাচ্ছেন মেসি? তবে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে, দলবদলের আলোচনা নয়, মেসি সৌদি আরব গেছেন দেশটির পর্যটন শিল্পের প্রসারে। মেসি সৌদি আরবের ভ্রমণ বিষয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন পিএসজি তারকা। এ কারণেই তিনি এমন পোস্ট করেছেন।

বেশ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে গত বছর সৌদি আরবের ভ্রমণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন মেসি। তবে সৌদি আরবের ক্লাবে তার যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত নেই বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।