বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময় বুধবার রাত ৪টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। তাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়।
তিনি আরও বলেন, বিএনপি দেশকে বোমা গ্রেনেড হামলা ও দুর্নীতি সন্ত্রাস ছাড়া কিছুই দিতে পারেনি। তাই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। অল্প সময়ের ব্যবধানে অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।
শেখ হাসিনা বলেন, যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে- অগ্নি সন্ত্রাসী, খুনি, স্বাধীনতা-বিরোধী, তারা যেন বাংলার মাটিতে ক্ষমতায় আসতে না পারে।
প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট জনশক্তি ও স্মার্ট বাংলাদেশ গড়বে আওয়ামী লীগ।
তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে দেশে প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপন করেছে সরকার। তাই হুন্ডির মাধ্যমে নয়, ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।