মুন্সীগঞ্জে অর্পা নামের একটি ফার্নিচারের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নৈয়দিঘির পাথর এলাকায় এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত তিন টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় দোকানে থাকা ফার্নিচার, দুইটি অটো রিক্সা ও তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মালিকের দাবি কে বা কারা পূর্বের শত্রুতার জের ধরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।

কামলাঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মনির কাউসার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানান যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।