নারায়ণগঞ্জের রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ইলিয়াস আলী (৩৫)।

বৃহস্পতিবার (চৌঠা মে) রাত পৌনে ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই জনে।

জানাগেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ছয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে ইলিয়াস আলী নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। তার শরীরে ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

বর্তমানে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চার জন চিকিৎসাধীন আছেন।