দীর্ঘ ৯ বছর পর আবার স্প্যানিশ কোপা দেল রে’র শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। শনিবার এস্তাদিও দে লা কার্তুয়া স্টেডিয়ামে কোপা দেল রে’র ফাইনালে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। ৯ বছর পর প্রথমবার এই কাপ টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব অর্জন করলো দলটি। দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে জয় পেয়েছে রিয়াল। মাত্র ১০৭ সেকেন্ডে স্কোর শিটে নাম লেখান রদ্রিগো।

২০ তম কোপা দেল রে জয়ের জন্য খেলার শুরু থেকেই সচেষ্ট ছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ ঝুলিবন্দি করে তাদের প্রথম গোল। ভিনিশিউস জুনিয়রের দারুণ প্রচেষ্টায় বাড়িয়ে দেয়া বল পেয়ে রদ্রিগো খুব কাছ থেকে জাল কাঁপিয়ে গোল এনে দেন রিয়াল মাদ্রিদকে। তবে, ম্যাচের ১৩ মিনিট না যেতেই ম্যাচে সমতায় ফেরে ওসাসুনা। লুকাস তোরো পেনাল্টি এরিয়ার প্রান্ত থেকে নিচু শটে গোল করে ওসাসুনাকে ফেরানসমতায়। এরপর উভয় দলের আক্রমণ পাল্টা আক্রমণ শেষে সমতায় থেকেই প্রথমার্ধ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে সচেষ্ট ছিল উভয়ই। সমতায় থাকায় গোলের জন্য মরিয়া ছিল দুই দলই। ম্যাচের ৭০ মিনিটে সেই রদ্রিগোই বাঁচান রিয়ালকে। টনি ক্রুসের শট ওসাসুনার ডিফেন্ডারের গায়ে লাগার পর বক্সের মধ্যে আলতো ঠেলে জাল ভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নির্ধারিত সময় শেষে রদ্রিগোর জোড়া গোলে ভর করে ২-১ স্কোরলাইনে এগিয়ে থেকে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। সাথে জিতে নেয় কোপা দেল রে’র শিরোপাও।