হবিগঞ্জে কৃষক তোতা মিয়া হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। এছাড়াও বিভিন্ন মেয়াদে আরও ৬ জনকে সাজা প্রদান করা হয়েছে।
আজ (মঙ্গলবার) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো, হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ গ্রামের ভিংরাজ মিয়া, একই গ্রামের সিজিল মিয়া, ফজল মিয়া, জিতু মিয়া ও শাহ আলম। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলো একইগ্রামের ইউনুছ মিয়া ও আঙ্গুরা বেগম।
মামলার সংক্ষিপ্ত বিবরণ জানা যায়, ২০১৪ সালের পহেলা আগস্ট স্থানীয় একটি কবরস্থানে জায়গা নিয়ে আসামিরা একই গ্রামের কৃষক তোতা মিয়াকে অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। ঘটনার পর নিহতের ছেলে আব্দুল কাইয়ুম বাদী হয়ে ৩২ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।