বর্তমানে যত নির্বাচন হবে সব গুলোতে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি। পাশাপাশি সামনে জাতীয় নির্বাচনে ৩০০ আসনেও অংশগ্রহণের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বরিশাল জেলার বাবুগঞ্জে অনুষ্ঠিত জাতীয় পার্টির পথসভায় এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘‌আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারকে আমরা একটা পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছি। এজন্য আমরা জাতীয় নির্বাচনের আগে সব নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনে না গেলে সরকার বলার সুযোগ পাবে যে, সবাই নির্বাচনে এলে সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হত। এসব কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ’

পথসভায় আগামী ১২ই জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপসকে জয়ী করতে সবাইকে কাজ করার আহবান জানান জিএম কাদের।

এ সময় বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পথসভা শেষে বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের বাসভবনে যাওয়ার সময় জিএম কাদেরের গাড়ি বহরের পিছনে থাকা মোটরসাইকেল বহর নগরীর প্রবেশদ্বার সিটি গেটে আটকে দেয় পুলিশ। জিএম কাদেরসহ জাতীয় পার্টির নেতারা দুপুরে ইকবাল হোসেন তাপসের বাসভবনে মধ্যাহ্নভোজ শেষে বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যান।