অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’ বাংলাদেশের কক্সবাজার উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়টি মিয়ানমারে স্থলভাগে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে। যে কারণে সমুদ্র বন্দরসমূহকে মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রোববার (১৪ই মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা ৬টায় উপকূল অতিক্রম করেছে। এটি দুর্বল হয়ে মিয়ানমারে সিটুয়ের স্থলভাগে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝড়িয়ে ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে।
এ কারণে কক্সবাজার সমুদ্রবন্দরে ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
তবে ঝড়ের প্রভাবে দেশের আট বিভাগে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী ৭২ ঘন্টা বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।