ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় লিস্টার সিটির সাথে গোলশূন্য ড্র করেছে নিউক্যাসেল। সোমবার সেন্ট জেমস পার্ক স্টেডিয়ামে আয়োজিত হয় ম্যাচটি। ড্র করে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে নিউক্যাসল। ফলে ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটলো তাদের। এর আগে ২০০২-০৩ মৌসুমে কিংবদন্তি কোচ স্যার ববি রবসনের অধীনে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় কোয়ালিফাই করেছিল নিউক্যাসল।

এই দিন ম্যাচের শুরু থেকেই সক্রিয় ছিল নিউক্যাসেলের খেলোয়াড়রা। বল সংরক্ষণ, সঠিক পাস ও আক্রমণে প্রথম থেকেই লিস্টারকে চাপে রেখেছিল দলটি। তবে, একের পর এক গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যার্থ হয় নিউক্যাসেল।

অন্যদিকে লিস্টারকে দুর্বল লেগেছে এই খেলায়। বল দখল বা আক্রমণ কোনোটিতেই ভালো করতে পারেনি এই দল। প্রথমার্ধে উভয় দলই গোলশূন্যভাবে মাঠ ছাড়ে।

ম্যাচের দ্বিতীয়ার্ধও খুব একটা সুখকর হয়নি কোনো দলের জন্যই। গোলের জন্য মরিয়া নিউক্যাসেল একের পর এক সুযোগ তৈরী করেও গোল আনতে পারেনি। গোল করতে ব্যার্থ থেকেছে লেসেস্টারও। নির্ধারিত সময় শেষে গোলশূন্যভাবেই খেলা শেষ হয়।

এই ড্র এর পর নিউক্যাসেল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে ও লিস্টার সিটি রয়েছে টেবিলের ১৮তম স্থানে।