দোহায় কাতার তৃতীয় ইকোনমিক ফোরামের অধিবেশন শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিউইএফের উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন। এরপর কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সা’দ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ. আল-ফালিহের সঙ্গে পৃথক বৈঠক করবেন।
মঙ্গলবার (২৩ মে) থেকে দোহার লুসাইল সিটিতে ফেয়ারমন্ট অ্যান্ড র্যাফেলস হোটেলে কাতার ইকোনমিক ফোরাম অনুষ্ঠিত হচ্ছে।
হাঙ্গেরি ও জর্জিয়ার প্রধানমন্ত্রী, রুয়ান্ডা, ঘানা ও প্যারাগুয়ের প্রেসিডেন্ট এবং ইরাকের উপ-প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, অর্থ, জালানি ও তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।
কাতার ইকোনমিক ফোরামে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও উদ্ভাবন, পরিবর্তিত বাজারব্যবস্থা, জলবায়ু অর্থায়ন, বাণিজ্য কৌশল ও ব্যবস্থা, চতুর্থ শিল্প বিপ্লবে জনশক্তি এবং বৈদেশিক বিনিয়োগের ভবিষ্যৎসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ের ওপর আলোচনা হবে।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে কাতার অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সোমবার বিকেলে দোহা আসেন প্রধানমন্ত্রী।
দুই দিনের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার ইকোনোমিক ফোরামে যোগদানের পাশাপাশি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করবেন।
এর আগে প্রধানমন্ত্রী গতকাল কাতারে পৌঁছান।
তিন দিনের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী আগামী ২৫শে মে সকালে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।